সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

প্রতরণা মামলায় ৪০ বছর পলাতক আসামি গ্রেপ্তার 

নলছিটি প্রতিনিধি

প্রতরণা মামলায় ৪০ বছর পলাতক আসামি গ্রেপ্তার 

৪০ বছর পর ঝালকাঠি নলছিটিতে প্রতরণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আনোয়ার হোসেনকে (৬৭) গ্রেপ্তার করেছে পুলিশ।  গত সোমবার সন্ধ্যায় রাজধানী ঢাকার দয়াগঞ্জ মোড় এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি জানিয়েছেন। গ্রেপ্তার আনোয়ার হোসেন নলছিটি পৌরসভার নাংঙ্গুলী এলাকার মো. মমিন উদ্দিন ওরফে মন্তাজের ছেলে। 

নলছিটি থানার এসআই এনামুল হাসান জানান, আসামি আনোয়ার হোসেনের বিরুদ্ধে ১৯৮৩ সালের সূত্রাপুর থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা হয়। 

পরে তৎকালীন সামরিক আদালত (মার্শাল কোর্ট) তাকে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে। পরোয়ানা জারীর পরপরই তিনি পলাতক ছিলেন। দীর্ঘ প্রায় ৪০ বছর পর তাকে গ্রেপ্তার করা হয়। 

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, ৪০ বছর পর প্রতরণা মামলার আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সকালেই আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

টিএইচ